
মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ে ওভার ট্রাকিং করতে গিয়ে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে মিজানুর রহমান (৪০) নামের এক সুইজারল্যান্ড প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
৭ জুন, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ঢাকা-দোহার সড়কের বাঘড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর ঢাকা দোহার উপজেলার সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসির ছেলে বলে জানিয়েছে পুলিশ। নিহত মিজান এক মাস আগে সুইজারল্যান্ড থেকে ছুটিতে বাড়িতে আসেন বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। এছাড়া আগামীকাল শনিবার (৮ জুন) তার সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল। এ দিকে এ ঘটনায় আহত আল আমিন (৩৮) কে গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত আলামিনকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে শ্রীনগরের বাঘড়া হয়ে দোহারের দিকে দুই মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো মিজানুর ও আলআমিন। পথে দুর্ঘটনাস্থলে ওভার টেকিং করার সময় শাহ সিমেন্টের দুই ট্রাকের মাঝে মিজানুরের মোটরসাইকেলটি পড়ে যায়। এতে চাপ লাগলে ঘটনা স্থলে মিজানুর মৃত্যু হয় ও আল আমিন গুরুত্ব আহত হন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মোটরসাইকেলের দ্রুতগতির কারণেই ওভার ট্রাকিং করতে গিয়ে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া মোটরসাইকেলকে চাপা দেওয়া ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]