ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে কিশোরের মৃত্যু
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৯:১১
ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে কিশোরের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুপুর রেলক্রসিংয়ে ঢাকাগামী আন্তঃনগর এগারো সিন্দু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বনুতাইন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪টার দিকে শম্ভুপুর রেলক্রসিংয়ে ঢাকাগামী আন্তঃনগর এগারো সিন্দু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে।
উপজেলার বসজিতপুরের মধ্যচন্দ্র পাড়ার জামান তালুকদারের ছেলে বনুতাইন ক্লাস সেভেনের শিক্ষার্থী ছিল।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে বাজিতপুর থেকে নরসিংদীর বেলাবো উপজেলায় নানার বাড়ি যেতে আন্তঃনগর এগারো সিন্ধু এক্সপ্রেস ট্রেনে উঠে বনুতাইন। শম্ভুপুর ক্রসিংয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সে ট্রেনের নিচে চলে যায়। এতে তার একটি পা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


একই দিন বেলা আড়াইটার দিকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুলিয়ারচরের ছয়সূতি স্টেশন অতিক্রম করার সময় লক্ষ্মীরানী বর্মণ (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী কাটা পড়েন। তিনি জুলিয়া চরের খালিসা গ্রামের সতীশচন্দ্র বর্মণের মেয়ে।


খবর পেয়ে ভৈরব রেলত্তয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ভৈরব নিয়ে আসে। পরে স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বুঝিয়ে দেয়া হয়।


ভৈরব রেলত্তয়ে থানার উপ-পরিদর্শক নয়ন সরকার বলেন, দুই ঘটনায় ভৈরব রেলত্তয়ে থানায় পুলিশ বাদী হয়ে দুটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com