বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১৭:৪৩
বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ এ স্লোগানে পঞ্চগড়ে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


৬ জুন, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সভা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদেরের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় ওয়েলফেয়ার সেন্টার, ঠাকুরগাঁও এই সেমিনারের আয়োজন করেন। সেমিনার প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প (জঅওঝঊ) পরিচালক সৌরেন্দ্র নাথ শাহা।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওশন জামিল চৌধুরী ডলার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পরভিন বক্তব্য রাখেন।


সেমিনারে প্রবাসীদের পার্সপোর্ট জটিলতা থেকে শুরু করে বিদেশ অবস্থান সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।


এসময় সেমিনারে বিভিন্ন দেশ থেকে ফেরত আসা প্রায় শতাধিক নারি পুরুষ অংশগ্রহণ করেন।।


বিবার্তা/বিপ্লব/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com