
‘আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো /একুশ পার হয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ করানো হয়েছে।
৬ মে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এই শপথ অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ পাঠ করান জেলা প্রশাসক আবু কায়ছার খান।
এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আজমীর হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবু কায়ছার খান বলেন, তোমরা নিজেরা যেমন বাল্যবিবাহ করবে না, তেমনি বাল্যবিবাহ সমর্থনও করবে না। আশেপাশে বাল্যবিবাহ হতে দেখলে ৯৯৯, ৩৩৩ অথবা ১০৯ কল দিয়ে খবর দিবে।
তিনি আরো বলেন, মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলেদের ২১ বছরের আগে বিয়ে দিলেন শারীরিক ও মানুষিক সমস্যা দেখা দেয়। মেয়েরা ১৮ বছরের আগে সন্তান ধারণ করলে মা ও সন্তান অসুস্থ হতে পারে। ছেলেদের ক্ষেত্রে মানুষিক সমস্যা দেখা দেয়। বাল্যবিবাহ ফলে ছেলেরা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়।
বিবার্তা/মিঠুন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]