
পিরোজপুরের কাউখালীতে গত ২৬ মে ও ২৭ মে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দমকা হাওয়াসহ অতিবৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধিজনিত কারণে উপজেলার ১০ থেকে ১২টি গ্রামে শতাধিক পানচাষী পরিবারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
বাংলাদেশ পানচাষী সমিতি কাউখালী উপজেলা শাখা এ তথ্য জানিয়েছে।
কাউখালী উপজেলার পানচাষীদের আর্থিক ক্ষতিপূরণ ও পুনবার্সনসহ ৩ দফা দাবিতে বৃহস্পতিবার (৬ মে) দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. সজল মোল্লার নিকট স্বারকলিপি প্রদান করেন বাংলাদেশ পানচাষী সমিতি কাউখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পান চাষী সমিতির পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক নিমাই মন্ডল, উপজেলা শাখার সভাপতি সূর্য কান্ত বিশ্বাস, পান চাষী নেতা অনন্ত সিকদার, উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
এর আগে সকাল ১০টায় চিরাপাড়া পান হাটের সেড ঘরে এক বাংলাদেশ পান চাষী সমিতির উদ্যোগে উপজেলা শাখার সভাপতি সূর্য কান্ত বিশ্বাস এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করা হয়। এতে বলা হয় ক্ষতিগ্রস্থ পানি চাসীদের তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ধারণ, চাষীদের সঠিক তালিকা প্রনয়ন, ক্ষতিগ্রস্ত চাষীদের তাৎক্ষণিক আর্থিক সাহায্য ও ত্রাণের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত পান চাষীদের ঘুরে দাড়ানোর জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণসহ কৃষি অফিসকে সক্রিয় করার দাবি জানান।
বিবার্তা/রবিন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]