
আগে শিক্ষা পরে বিয়ে. আঠারো, একুশ পার হয়ে এই স্লোগানে গোপালগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বাল্যবিবাহ নিরোধ ঘণ্টা উদ্ভাবনী উদ্যোগের আওতায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন, বৃহস্পতিবার সকালে শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ শামসুল আরেফিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, স্বর্ণকলি স্কুলের প্রধান শিক্ষক মো. মাহে আলম ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানমসহ সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে বাল্য বিবাহ রোধে মেয়েদের সচেতনতামূলক নানা পরামর্শ দেয়া হয়। এবং বাল্য বিবাহ রোধ করাসহ মাদক ও অনিয়মকে না বলতে শপথ বাক্য পাঠ করানো হয়।
বিবার্তা/সঞ্জয়/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]