চোরাইপথে আসা ভারতীয় চিনির বড় চালান জব্দ
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১০:৩৭
চোরাইপথে আসা ভারতীয় চিনির বড় চালান জব্দ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনির সবচেয়ে বড় চালান জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।


বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন উমাইয়ার গাও থেকে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাইকৃত ১৪টি ট্রাক, একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ।


তিনি জানান, জালালাবাদ-কোম্পানীগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে এসএমপি'র (সিলেট মেট্রোপলিটন পুলিশ) অভিযানে ১৪টি ভারতীয় চিনি বোঝাইকৃত ট্রাক জব্দ করা হয়। কত বস্তা আছে রয়েছে তা গণনা চলছে। এসময় একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করা হয়েছে।


তিনি বলেন, অভিযানের সময় আসামিরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com