
বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসন ও কারিতাস বাংলাদেশের সিপিপি -পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ৫ জুন, বুধবার সকালে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা-সহনশীলতা’ -এ
স্লোগানকে প্রতিপাদ্য করে এক র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।
এতে কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওমর ফারুক ও বন বিভাগের বমু বিট কর্মকর্তা দুলাল চন্দ্র হালদার প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস বাংলাদেশের সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার। এ সময় প্রকল্পের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি পলিথিন ব্যবহার কমিয়ে পাঠ জাতীয় ব্যাগ ব্যবহার করতে আহ্বান জানান বক্তারা।
শেষে লাউদাতো দিবসটি উপলক্ষ্যে উপস্থিত সকলের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বিবার্তা/আরমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]