বাংলাদেশ বিশ্বের কাছে একটি নিরাপদ দেশ: র‌্যাব মহাপরিচালক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১৮:২১
বাংলাদেশ বিশ্বের কাছে একটি নিরাপদ দেশ: র‌্যাব মহাপরিচালক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মো: হারুন অর রশিদ বলেছেন, বাংলাদেশ বিশ্বের কাছে একটি নিরাপদ দেশ। এ কারণে বাংলাদেশে অনেক বিদেশি বিনিয়োগ আসছে এবং বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রয়েছে।


তিনি বলেন, উন্নয়নের পূর্বশর্ত হলো আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্স র‌্যাব। মাদক, জঙ্গি ও সন্ত্রাসদমন; জলদস্যু, বনদস্যু নির্মূল করা; রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা করা; অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এলিট ফোর্স র‌্যাবের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য।


৫ জুন, বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এসব কথা বলেন।


র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, আপনারা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন। কোনো ফোর্স কারো ব্যক্তির দায় নেবে না। কেউ যদি ভুল-ত্রুটি করে থাকে, তার জন্য ফোর্স দায়ী না, এটা ব্যক্তিগত দায়। একজন ব্যক্তির সাথে র‌্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোন সম্পর্ক নেই।


এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান র‌্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ।


পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের অংশ নেন।


শ্রদ্ধা নিবেদনকালে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (এডমিন) মো: ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক মো: আরাফাত ইসলাম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলি আফিফাসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সঞ্জয়/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com