
ঝালকাঠির রাজাপুরে ডোবার পানিতে ডুবে আরাফাত হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
৪ জুন, মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ রাজাপুর ইউনিয়নের বলাই বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আরাফাত ওই এলাকার দিনমজুর রেজাউল করিমের ছেলে।
স্বজনরা জানায়, আরাফাত বাড়ির উঠানে খেলা করছিল। পরবর্তীতে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]