ফেনীতে ভুল চিকিৎসায় মাদরাসা ছাত্রের মৃত্যু
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৯:৩৫
ফেনীতে ভুল চিকিৎসায় মাদরাসা ছাত্রের মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে ভুল চিকিৎসায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


৪ জুন, মঙ্গলবার ভোরে ফেনী শহরের শহীদুল্যাহ কায়সার সড়কের ওয়ান স্টপস মেটারনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।


ভুল চিকিৎসার জন্য দায়ী অ্যানেস্থেশিয়া ও অপারেশন ডাক্তারের বিচার দাবি করেছে নিহতের পরিবার।


জানা গেছে, নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মুহাম্মদপুর গ্রামের প্রবাসী শহীদুল্যাহর ছেলে আতিকুল ইসলাম নিশান (১৩) স্থানীয় ভুইঞা দিঘি হাফেজিয়া মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করেন।


এর আগে নিশানের গলায় টনসেল দেখা দেওয়ায় গত ২৬ মে সেবারহাট মেডিকেল সেন্টারে নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কিশোর কুমার হাওলাদারের চেম্বারে নিয়ে যান তার বাবা।


ওইদিন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ওয়ান স্টপস মেটারনিটি ক্লিনিকে অপারেশন করার পরামর্শ দেন ডা. কিশোর কুমার।


ডাক্তারের পরামর্শ অনুযায়ী সোমবার (৩ জুন) বিকাল ৪টায় ওয়ান স্টপস মেটারনিটি ক্লিনিকে নিশানকে ভর্তি করানো হয়।


পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১০ টার দিকে অ্যানেস্থেশিয়া দেন ক্লিনিকে কর্মরত ডা. নাজমুল হক ভুঞা। এরপর টনসিল ইকোটমি অপারেশন করেন ডা. কিশোর কুমার। পরিবারের দাবি, অপারেশনের ৬ ঘণ্টা পর অর্থাৎ ৪টার দিকে দ্রুত রেফার করে আইসিইউতে নেয়ার পরামর্শ দেয় ডা. নাজমুল হক। এরপর সকাল ৬ টায় কুমিল্লা মডার্ন হসপিটালে নেয়ার পর সেখানকার আবাসিক মেডিকেল অফিসার ডা. ইয়াছিন আরাফাত জানিয়েছেন রোগীর ভুল চিকিৎসা হয়েছে। আইসিইউতে ভর্তির আগেই নিশানের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।


নিশানের পিতা শহীদুল্যাহ বলেন, আমার ছেলে সুস্থ। টনসিল অপারেশন করলে মারা যায়, এটা জানলে অপারেশন করাতাম না। ডাক্তারের ভুলে আমার ছেলে মারা গেছে।


দুপুরে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে ওয়ান স্টপস ক্লিনিক ঘেরাও করেন নিশানের স্বজনরা। তাদের দাবি, ছেলেটি বিকালে হেঁটে ক্লিনিকে এসেছেন। টনসিলের সমস্যা ব্যতীত তার শরীরে কোন রোগ নেই। অ্যানেস্থেশিয়া যিনি দিয়েছেন (ডাক্তার নাজমুল হক) তার ওই বিষয়ে কোন ডিগ্রি নেই। তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। অ্যানেস্থেশিয়া ও অপারেশনের ত্রুটির কারণেই নিশানের মৃত্যু বলে দাবি করেন স্বজনরা।


পরে বিকাল তিনটার দিকে ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় ওসি গণমাধ্যমকে বলেন, নিহতের পরিবারের সাথে কথা হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এসময় ক্যামেরা দেখে পালিয়ে যাওয়ায় ডাক্তার কিশোর কুমারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করে ডাক্তার নাজমুল হক বলেন, নিয়ম অনুযায়ী চিকিৎসা দেয়া হয়েছে। অপারেশনের পর জ্ঞান ফিরতে দেরি হওয়ায় আমি আইসিইউতে রেফার করেছি।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com