চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৪:১৩
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে পূর্ববিরোধের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আজিম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।


সোমবার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানাধীন চাড়িয়াপাড়ার বরফকল এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আজিম চাঁদপুর জেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের বাড়িসংলগ্ন আবছারের ভাড়া বাসায় বসবাস করতেন। পেশায় জাহাজে খালাসি ছিলেন আজিম।


ডবলমুরিং মডেল থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে একদল কিশোর বরফকল এলাকায় কাউন্সিলর জাবেদের ভাড়া ভবনের সামনে এসে আজিমকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, পূর্ব দ্বন্দ্বের জেরে চাড়িয়াপাড়া এলাকায় একদল কিশোর ছুরিকাঘাত করে আজিম নামে এক যুবককে খুন করা হয়েছে। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com