কুমিল্লায় কাভার্ডভ্যান দুর্ঘটনায় চালক-হেলপার নিহত
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১০:২৪
কুমিল্লায় কাভার্ডভ্যান দুর্ঘটনায় চালক-হেলপার নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে এক কাভার্ডভ্যানের ধাক্কায় অপর কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চত করেছেন।


নিহতরা হলেন, কুঁড়িগ্রামের বাসিন্দা সাগর (২২) ও বেলাল (১৭)।


ওসি এস এম লোকমান হোসাইন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকাগামী সড়কে মালবাহী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে অন্যগাড়ির সহায়তা চেয়ে চালক সাগর ও বেলাল তাদের কাভার্ডভ্যানটি সচল করতে চাইলে পেছন থেকে অন্যএকটি কাভার্ডভ্যান ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগর ও বেলালের মৃত্যু হয়।


খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ সময় ঘাতক কাভার্ডভ্যানটিকে জদ্ধ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানান।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com