
রাজধানীর পল্টন এলাকায় মো. শাহীন (৩৮) নামে এক যুবক গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
৩ মে, সোমবার বিকেলের দিকে পল্টন এলাকার একটি অস্ত্রের দোকানে এ ঘটনাটি ঘটে। শাহিনের মাজায় গুলির আঘাতে চিহ্ন আছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলিবিদ্ধ যুবককে তার পরিচিত লোকজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসা লোকজন তেমন কোনো তথ্য না দিলেও প্রাথমিকভাবে জানা গেছে পল্টন এলাকায় একটি অস্ত্রের দোকানের কর্মচারী শাহীন। সেখানে কোনো অস্ত্র পরিষ্কার করার সময় একটি গুলি বের হয়ে তার মাজায় গিয়ে বৃদ্ধ হয়। এরকম তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে।
বিস্তারিত জানার জন্য হাসপাতালে পল্টন থানা পুলিশ ও শাহবাগ থানা পুলিশ কাজ করছে।
এদিকে গুলিবিদ্ধ যুবক শাহীনকে হাসপাতালে নিয়ে আসা শাকিল নামে এক যুবক জানান, অস্ত্রের দোকানে একটি অস্ত্র পরিষ্কার করার সময় হঠাৎ করে গুলি বের হয়ে ফ্লোরে আঘাত করে তারপর শাহিনের শরীরে আঘাত করে। গুলিবিদ্ধ শাহীন অস্ত্রের দোকানের কর্মচারী।
এদিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, ভিকটিমের লোকজন জানাচ্ছেন পল্টন ট্রপিকানা প্লাজায় একটি অস্ত্রের দোকানে ঘটনাটি ঘটেছে। বিস্তারিত জানার জন্য হাসপাতাল থেকে আমরা সে দোকানে যাচ্ছি। তবে ঘটনাটি যদি টপিকানা প্লাজায় হয়ে থাকে তাহলে সেটি শাহবাগ থানার আওতাধীন এলাকা।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]