
ফেনীতে সক্রিয় কিশোর গ্যাং পি.কে গ্রুপের প্রধানসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (৩ জুন) ভোরে সার্কিট হাউজ সংলগ্ন একটি বাড়িতে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। ওই এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি- ছিনতাইসহ বহু অভিযোগ রয়েছে এই গ্রুপের বিরুদ্ধে।
র্যাব-৭ এর মিডিয়া উইং সূত্রে জানা গেছে, রবিবার (২ জুন) রাতে শহরের সার্কিট হাউজ সংলগ্ন একটি বাড়িতে ডাকাতি প্রস্তুতি নিচ্ছে একটি সশস্ত্র গ্রুপ এমন তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালায় র্যাব-৭ এর একটি দল। এসময় কিশোর গ্যাং পিকে গ্রুপের প্রধান মোহাম্মদ সোহেলকে গ্রেফতার করা হয়। তাকে স্বীকারোক্তি অনুযায়ী পিকে গ্রুপ সদস্য মোহাম্মদ ইয়াসিন ও বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রুপ প্রধান সোহেল সোনাগাজীর আহম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তার সহযোগী মো. ইয়াসিন ফেনী সদরের দক্ষিণ কাশিমপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ও মো. বেলাল উদ্দিন নোয়াখালীর পুর্বচরবাটা গ্রামের ফজলুল হকের ছেলে। এসময় ধৃতদের কাছ থেকে দুটি ধারালো স্টিলের চাকু, তিনটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও বড় ভাইদের সহযোগিতায় ফেনী রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও সার্কিট হাউজ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত কিশোর গ্যাং পি.কে গ্রুপের সদস্যরা। এর আগে রামপুর, ডাক্তার পাড়া, উকিলপাড়া ও বিরিঞ্চি এলাকার কয়েকটি কিশোর গ্যাং গ্রুপ আটকের পর পিকে গ্রুপ আরো বেপরোয়া হয়ে উঠে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম জানান, ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ফেনী মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মনির/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]