মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবিতে ফেনীতে গনতন্ত্রী পার্টির আলোচনা সভা
প্রকাশ : ০২ জুন ২০২৪, ২২:০৪
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবিতে ফেনীতে গনতন্ত্রী পার্টির আলোচনা সভা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে গণতন্ত্রী পার্টি ফেনী জেলা শাখার আয়োজনে “মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


২ জুন, রবিবার বিকেলে শহরের মিজান রোডস্থ ভাষা শহিদ সালাম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন, গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।


আমন্ত্রিত অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।


তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


ফেনী জেলা গনতন্ত্রী পার্টির সভাপতি আখতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য ও নোয়াখালী মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানন আরা বেগম।


বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির।


জেলা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রথম আলো প্রতিনিধি আবু তাহের, গণতন্ত্রী পার্টি নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মানিক দাস, ফেনী জেলা সদস্য এনামুল হক, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন বাহার, ফেনী জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পিয়াস মজুমদার, সংগঠনটির ঢাকা মহানগর সদস্য মঞ্জুর কবির মিল্লাত ও ছাগলনাইয়া উপজেলা সভাপতি সালেহ মজুমদার প্রমুখ।


সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মনির/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com