
এজলাসে ঢোকার আগে আদালতের বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক আসামি। তার নাম জাকির হোসেন।
২ জুন, রবিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বারান্দায় ঘটনাটি ঘটে।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল।
জানা গেছে, পাঁচ বছর আগে করা একটি জালিয়াতির মামলায় হাজিরা দিতে বেলা সাড়ে ১১টায় আদালতে আসেন জাকির। আদালতের বারান্দায় এসে তার আইনজীবী আল মামুনের কাছে থাকা হাজিরার কাগজে টিপসই দেন তিনি। এরপরেই বারান্দায় অসুস্থ হয়ে বসে পড়েন তিনি। সঙ্গে থাকা লোকজন কিছু বুঝে ওঠার আগেই মারা যান তিনি। পরে জাকিরের মৃতদেহ তার কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া গ্রামে তার বাড়িতে নিয়ে যান স্বজনরা।
জাকিরের আইনজীবী সুলতান নাসের জানান, তিনি আগে থেকেই রোগাক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে তিনি স্ট্রোকও করেছিলেন।
জাল জালিয়াতির অভিযোগে জাকির ও তার ভাই বোনদের আসামি করে ২০১৯ সালে মামলাটি করেছিলেন জনৈকা রহিমা খাতুন।
এদিন আসামির আত্মপক্ষ সমর্থনের তারিখ ছিল। নিয়ম অনুযায়ী এর পর যুক্তিতর্ক হওয়ার কথা। এরপর রায় ঘোষণার তারিখ জানাতেন বিচারক। এ মামলায় জাকিরের বিরুদ্ধে বাদীপক্ষে সাক্ষ্য দিয়েছেন তিনজন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]