
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২ জুন, রবিবার ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মজুমদারকে (কাপ-পিরিচ) ১০ হাজার টাকা, কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুককে (টেলিফোন) ১০ হাজার টাকা, আব্দুল হালিমকে (আনারস) ১০ হাজার টাকা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জুলেখাকে (কলস) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্যান্ডেল সাজসজ্জা, আলোকসজ্জা ও বড় আকারের অফিস স্থাপনসহ নানারকম আচরণবিধি লঙ্ঘনে দায়ে ৪ প্রার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]