ভালুকায় গার্মেন্টস কর্মীর হাত-পা বেঁধে ছিনতাই, আটক ২
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১৯:৪৮
ভালুকায় গার্মেন্টস কর্মীর হাত-পা বেঁধে ছিনতাই, আটক ২
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে যাত্রী হিসাবে গাড়িতে তুলে চোখ বেঁধে নগদ টাকা, মোবাইল ও ভিসা কার্ড ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।


২ জুন, রবিবার ভালুকা মডেল থানার ওসি শাহ মো. কামাল আকন্দ এ তথ্য জানান।


ঘটনা সূত্রে জানা যায়, গত ৩০ মে (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে মো. হারুন অর রশিদ তার কর্মস্থল নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে কাজ শেষে নিজ বাসা ভালুকা উপজেলার সীডষ্টোরের উদ্দেশ্যে রওনা দিলে দিবাগত রাত দেড়টার দিকে শ্রীপুরের মাওনা বাসস্ট্যান্ড নেমে সীডষ্টোর আসার জন্য অপেক্ষা করার সময় একটি প্রাইভেটকারে ড্রাইভারসহ ৪ জন হারুন অর রশিদকে যাত্রী হিসাবে গাড়িতে তুলে। কিছু দূর আসার পর তার চোখ, হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে সেন্ডমানি করে ৩২ হাজার টাকা ও মার্কেন্টাইল ব্যাংক অ্যাকাউন্টের ভিসা কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে ১ লক্ষ টাকা তুলে নিয়ে যায়। পরে রাত আনুমানিক ৩ টার দিকে ভালুকা উপজেলার সীডষ্টোর ড্রাইভারপাড়া এলাকায় মুখ বাধা অবস্থায় তাকে ফেলে যায়।


পরবর্তীতে মো. হারুন অর রশিদ থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এস. আই নিরুপম নাগ, এ. এস. আই সুজন চন্দ্র সরকার ফোর্সসহ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি মো. হৃদয় মন্ডল (২৩)কে ভালুকা উপজেলার হবিরবাড়ির সীডষ্টোর ঢালীবাড়ী মোড় পুষ্প কানন ফিলিং স্টেশন থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অপর আসামি মো. জামান মিয়া (২১) কে গাজীপুর চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়।


ভালুকা মডেল থানার ওসি শাহ মো. কামাল আকন্দ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাজীপুর থেকে ময়মনসিংহ এই এলাকায় এমন অপরাধ সংঘটিত করে আসছে। এই মামলার দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জড়িত আরো দুইজনকে গ্রেফতারের চেষ্টা করছি। আশা করি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করতে পারব।


বিবার্তা/সাজ্জাদুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com