বান্দরবানে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১২:৫১
বান্দরবানে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের আলীকদম উপজেলার রেপারপাড়া বাজারে ব্যাটারিচালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় ইমাম হোসেন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।


২ জুন, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।


লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


ইমাম হোসেন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে এবং রেপারপাড়া বাজারের আলীকদম ইসলামিয়া এতিমখানা ও হেফজখানার ছাত্র।


লামা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, সকাল ৯টার দিকে শিশুটিকে মিনহাজ নামে এক সিএনজির ড্রাইভার হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাত লাগার কারণে শিশুটির মৃত্যু হয়।


নিহত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি ড্রাইভার মো. মিনহাজ বলেন, রেপারপাড়া বাজারে টমটমের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। আমি ওদিক থেকেই আসছিলাম। স্থানীয় জনতা শিশুটিকে আমার সিএনজিতে তুলে দেয়। লামা হাসপাতালে আনার পর ডাক্তার শিশুটি মারা গেছে বলার পর টমটমের চালক পালিয়ে যায়। শিশু আলীকদম ইসলামিয়া এতিমখানায় ছাত্র। এতিমখানার লোকজনকে খরব দেওয়া হয়েছে।


আলীকদম ইসলামিয়া এতিমখানার সভাপতি মো. মফিজ বলেন, শিশুটি আমাদের এতিমখানায় পড়ালেখা করতো। সে তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা টমটম তাকে ধাক্কা দেয়।


এসআই ইমাম হোসেন বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থল যেহেতু আলীকদম থানায় পড়েছে তাই পরবর্তী আইনি কার্যক্রমের জন্য লাশ আলীকদম থানায় হস্তান্তর করা হবে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com