নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৭:৪৬
নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ রেখে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি ও ভাস্কর্য স্থাপনের মাধ্যমে রিনিয়েবল এনার্জি উইক পালন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও। এতে সার্বিক সহযোগিতা করেন চেঞ্জ ইনিশিয়েটিভ।


১ জুন, শনিবার সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, এসএইচবিও এর প্রতিষ্ঠাতা ফাহিদা সুলতানা, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর সভাপতি সাইদুর রহমান রায়হান, এসএইচবিওর স্বেচ্ছাসেবী শামসুল আলম ফারুক, নাহিদা সুলতানা ইতুসহ অনেকে।


এ সময় বক্তারা বলেন, পুঁজিবাদী মানসিকতা নিয়ে সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের মাধ্যমে জলবায়ু সংকট সৃষ্টি করছে যা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যেখানে মানুষের চেয়ে মুনাফাই মুখ্য। এই অবস্থায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান করেন তারা।


বক্তারা, দেশের তরুণ জলবায়ু কর্মীদের একত্রিত হয়ে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে আওয়াজ তোলার আহ্বান জানান।


বিবার্তা/সুমন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com