
২০১০ সালের ১৫ মার্চ নিজের গায়ে হলুদের সদাই করতে বাড়ি থেকে ফেনী শহরে গিয়ে নিখোঁজ হয় মোস্তাফিজুর রহমান খোকা মিয়া। বৃহস্পতিবার (৩০ মে) রাতে রাঙ্গামাটি জেলার তবলছড়িতে তার সন্ধান মিলে ।
জানা গেছে, ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের জালাল মেম্বার বাড়ির মৃত আবদুর রাজ্জাকের ছেলে মোস্তাফিজুর রহমান খোকা মিয়া। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা তবলছড়ি থেকে তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
খোকা মিয়ার বোন বিবি রহিমা জানান, ১৪ বছর আগে আমার ভাই তার গায়ে হলুদের কাপড় কেনার উদ্দেশ্যে ফেনীতে যান। সে আর বাড়ি ফিরেনি। হারিয়ে যাওয়ার ঘটনায় সোনাগাজী থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। কিছুদিন আগে আকাশ নামে প্রতিবেশী কাজের সুবাদে রাঙ্গামাটির তবলছড়ি যান। সেখানে একটি মসজিদের পাশে আমার ভাইকে চা দোকানে অবস্থান করতে দেখেন আকাশ। ভাইকে দেখার বিষয়টি তিনি আমাদের অবহিত করেন। বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানকে সাথে নিয়ে তবলছড়ি গিয়ে ভাইকে শনাক্ত করি। সেখানকার লোকদের সহায়তায় বাড়িতে ফিরিয়ে আনি।
মতিগঞ্জ ইউপি সদস্য আবু সুফিয়ান জানান, মোস্তাফিজ তবলছড়িতে খোকামিয়া স্থানীয় মোস্তাফা নামের এক ব্যক্তির আশ্রয়ে ছিলেন। মোস্তফা আমাদের জানায় গত ১৪ বছর আগে মোস্তাফিজকে তবলছড়িতে ঘোরাঘুরি করা অবস্থায় দেখতে পায়, তখন সে নাম ঠিকানা জানাতে পারেনি। রাজমিস্ত্রীর জোগালি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বিপ রায় পলাশ বলেন, নিখোঁজ খোকামিয়া বাড়ি ফেরার বিষয়টি পরিবার ও স্থানীয় চেয়ারম্যান থানায় অবহিত করেছি।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]