
ভোলায় ১৮০ পিচ ইয়াবাসহ মো. মারুফ হোসেন (৪২) ও মোসা. মানসুরা বেগম (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দড়িরাম শংকর এলাকা থেকো তাদের আটক করা হয়।
আটককৃত মারুফ লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ডের বালুরচর এলাকার মৃত হাজী সুলতান আহম্মেদের ছেলে ও মানসুরার স্বামী মারুফ।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের
ভিত্তিতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মারুফ ও মানসুরাকে ১৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েক করা হয়েছে। বিবার্তা/শাহীন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]