
চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়ে বালুবাহী ১০টি বাল্কহেড জব্দ করেছে নৌ পুলিশ। এসময় বাল্কহেডে থাকা ১২ ব্যক্তিকে আটক করা হয়। পরে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বুধবার (২৯ মে) মধ্যরাত থেকে ৩০ মে, বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত দুই নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব বাল্কহেড জব্দ করা হয়।
নৌ পুলিশ জানায়, রাতে নৌপথে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ রয়েছে। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করা তিনটি বাল্কহেড নৌ পুলিশের হাতে ধরা পড়ে। তা ছাড়া দিনের বেলা বেপরোয়া গতিতে চলা আরো সাতটি বাল্কহেড জব্দ করা হয়। এসবের সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গতকাল বুধবার মধ্য রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনায় পৃথকভাবে কয়েকটি অভিযান চালানো হয়। প্রথমে তিনটি এবং পরে আরও ৭টি বালুবাহী বাল্কহেড জব্দ করা হয়। এরমধ্যে প্রথম তিনটি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে রাতে চলছিল এবং দিনেরবেলা চলা বাকি বাল্কহেডের কোনোটির বৈধ কাগজপত্র ছিল না।
নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, এসব বাল্কহেডের সঙ্গে জড়িত মোট ১২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]