
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে একজন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন নারীসহ আরও দুই রোহিঙ্গা।
২৮ মে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশ্রয়শিবিরের পশ্চিম পাশের ডিআরসি মাঠের আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গার নাম সিরাজুল ইসলাম ওরফে ফয়সাল (৩৭)। তিনি উখিয়ার ইরানি পাহাড় আশ্রয়শিবিরের এ ব্লকের রোহিঙ্গা লাল মিয়ার ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন একই ব্লকের রোহিঙ্গা মো. রফিকের স্ত্রী হাসিনা বেগম (৪০) ও আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২)।
গুলিবিদ্ধ দুজনকে উখিয়ার ক্যাম্প-৬ আশ্রয়শিবিরের বিডিআরসিএস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে হাবিবুর রহমানকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাবিবের পায়ে এবং হাসিনার পিঠে গুলি লাগে।
আশ্রয়শিবিরের রোহিঙ্গাদের অভিযোগ, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৯ মে, বুধবার সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে ফয়সালের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে আশ্রয়শিবিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলিবিদ্ধ দুজনের একজনকে কক্সবাজার সদর হাসপাতালে এবং আরেকজনকে আশ্রয়শিবিরের আরেকটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবার্তা/ফরহাদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]