লামায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী যুবক নিহত
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১৮:৪৯
লামায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী যুবক নিহত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ আলম (২০) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন।


২৯ মে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সরই ইউনিয়নের হাসনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।


মৃত খোরশেদ আলম সরই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলমের ছেলে। এছাড়া আহতরা হলেন- মৃতের বড় ভাই জাহাঙ্গীর আলম (৩৩), আব্দুর রহিম (৪৫) এবং পাশের আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৩২)।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের জমিতে গরু ছড়াতে যায় খোরশেদ আলম। এ সময় ঝড়ে ছিঁড়ে গিয়ে জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। পরে দীর্ঘ সময় ধরে বাড়ি ফিরে না যাওয়ায় খোরশেদের ভাই জাহাঙ্গীর, রহিম ও মিজান ঘটনাস্থলে খুঁজতে যান। জমিতে খোরশেদকে পড়ে থাকতে দেখে উদ্ধারের চেষ্টা করেন অন্য তিন ভাই। এতে তারাও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি পদুয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করে অন্যদের চিকিৎসা প্রদান করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ক্যয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। নিহতের লাশ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে। আহতরা চিকিৎসাধীন।


বিবার্তা/আরমান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com