সাভারে আমের বাম্পার ফলন
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১৩:২৭
সাভারে আমের বাম্পার ফলন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আবহাওয়া অনুকূলে থাকায় সাভারে এবার আমের বাম্পার ফলন হয়েছে।


২৯ মে, বুধবার থেকে ফরমালিন মুক্ত আম বাগান থেকে সংগ্রহ করে বাজারে বিক্রি শুরু হয়েছে।


সাভারে বিভিন্ন আমের বাগানে এখন শুধু আম আর আম। হিমসাগর, ল্যাংড়া, আম রুপালি, ন্যাংড়া, ফজলিসহ নানা জাতের আম এবার চাষ হয়েছে এ উপজেলায়।


সাভারের বাগানের উৎপাদিত আম জেলার চাহিদা পূরণ করে দেশ ও দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করছেন আম বাগান মালিকরা।


সাভার উপজেলা কৃষি অফিস জানায়, কৃ‌ষি বিভাগের তদারকিতে ও কৃষকের প‌রিশ্রমে চল‌তি মৌসুমে আমের বাম্পার ফলন হয়েছে। আগের মৌসুমগু‌লোতে কৃষকের সামান্যতম সচেতনতার অভাবে আম-চাষীরা আমের বাম্পার ফলন থেকে বঞ্চিত হয়েছেন। অথচ সামান্য সচেতন হলেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অধিক ফলনসহ বাণিজ্যিকভাবে আমের বাজারজাতকরণ ও পরিবারের আর্থিক উন্নয়ন ঘটানো সম্ভব।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com