
চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাস উল্টে পাশের পুকুরের পানিতে পড়ে গেছে। এ সময় এক শিশুর মৃত্যু হয়েছে।
২৮ মে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ফকিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত বাসটির নাম আল আরাফাহ। এই বাসটি ঢাকার উদ্দেশে রামগঞ্জ থেকে ছেড়ে এসেছিল। পরে ফকির বাজারের কাছে আসলে যাত্রীসহ বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। মূলত সড়কের বেহাল দশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। একজন শিশু মৃত্যুর খবর পেয়েছি এবং এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দ্রুত বাসটি ওপরে তুলতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]