
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ মে, বুধবার খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া ২টি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীছড়ি উপজেলা ৮নং দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৩ নং যতিন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনঃভোট ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্ধারণ হবে প্রার্থীদের ভাগ্য। কে হচ্ছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তা এখন দেখার পালা।
৮ মে প্রথম দফায় উপজেলা নির্বাচনে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের সাথোয়াই অং মারমা বেসরকারি ফলাফলে ১২৬ ভোটে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ১৭০ ভোট।
অপরদিকে কৈ মাছ প্রতীকের প্রার্থী সুপার জ্যোতি চাকমা পেয়েছেন ৬ হাজার ৪৪ ভোট। সুপার জ্যোতি চাকমা না সাথোয়াই অং মারমা কে হাঁসবেন শেষ বিজয়ের হাঁসি। তা এখন নির্ধারণ করবে ভোটাররা।
১২৬ ভোটে পিছিয়ে থাকা কৈ মাছ প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা বলেন, ২৯ মে পুনঃভোট গ্রহণে রায় আমার পক্ষেই আসবে।
আনারস প্রতীকে সাথোয়াই অং মারমা ও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, সাধারণ মানুষ মনের ইচ্ছায় ভোট দেয়ার সুযোগ পেলে আমাকেই বিপুল ভোটে নির্বাচিত করবে সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।
এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৬ হাজার ৭৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজর ২৪৩ ভোট। ২ হাজার ৪৯৪ ভোট পেয়ে তুলনামূলক বেশি পিছিয়ে রয়েছেন রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ হাজার ২০২ ভোট পেয়ে ফুটবল প্রতীকের অয়ক্রইপ্রু মারমা এগিয়ে আছেন। মিনুচিং মারমা পদ্মফুল প্রতীক পেয়েছেন ৫ হাজার ২২৩ ভোট।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান, ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: কামরুল ইসলাম বলেন, ২৯ তারিখে লক্ষ্মীছড়ি উপজেলায় স্থগিত হওয়া ২টি কেন্দ্রের ভোট গ্রহণের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।
বিবার্তা/মামুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]