
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর মেড্ডা শ্মশানঘাট থেকে সুহিলপুর ইউনিয়নের বাকাইল পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রায় অর্ধশত অবৈধ রিং জাল, কারেন্ট জাল ও পাঁচটি খেও থেকে সত্তরটি বাঁশ জব্দ করা হয়।
শনিবার (২৫ মে) বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোনাবর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন মো. ছায়েদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস কর্মকর্তা ও তরী বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল। সহযোগিতায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থাকার পুলিশ সদস্যরা।
এসময় তিনজনকে অবৈধ রিং জাল ব্যবহারের অপরাধে আটক করা হয়। পরে উক্ত অপরাধ আর করবে না বলে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত জাল শ্মশানঘাটে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
বিবার্তা/আকঞ্জি/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]