
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নুনিয়ারছড়াস্থ সমুদ্রসৈকত এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত নারীর মরদেহ।
২৬ মে, রবিবার দুপুরের দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, দুপুরে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নুনিয়ারছড়া এলাকায় সমুদ্রের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্পিড বোট চালক ও স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি মানসিক ভারসাম্যহীন কোনো নারীর হতে পারে। তার মৃত্যুর সময় ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে। পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]