ফেনীতে ইয়াবাসহ সাংবাদিক আটক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১১:০৭
ফেনীতে ইয়াবাসহ সাংবাদিক আটক
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে এক হাজার পিস ইয়াবাসহ এক সাংবাদিককে আটক করেছে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ। শনিবার (২৫মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা এলাকায় লাল-সবুজ পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তির পকেটে দৈনিক নিখাদ খবর, জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিক জোট ও নিখাদ খবরের সম্পাদকের একান্ত সচিব পরিচয়ের চারটি কার্ড পাওয়া গেছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে ঢাকাগামী লাল-সবুজ পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে রাখিবুল হাসান(৪০) আটক করে পুলিশ। সে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুন্দা গ্রামের ছিদ্দিক ভুঁইয়ার ছেলে।


ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী বলেন, আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঢাকার সাংবাদিক পরিচয় দিলেও ওই গণমাধ্যমের সম্পাদক তার প্রতিনিধিত্ব স্বীকার করেনি। এসময় তার কাছ থেকে ইয়াবা ও গণমাধ্যমের চারটি কার্ড জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রবিবার সকালে ফেনী আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মনির/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com