পিরোজপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ২৪ মে ২০২৪, ২০:১৭
পিরোজপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবাসিক হোটেল থেকে ইদ্রিস (৫২) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


২৪ মে, শুক্রবার সকালে হোটেলের দ্বিতীয় তলার ৩২নং একটি ডাবল বেডের রুমের ভিতর থেকে ফ্যানের সঙ্গে ঝুলান্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।


তার বাড়ি উপজেলার সোহাগদল গ্রামের ৫নং ওয়ার্ডে। তিনি ওই ওয়ার্ডের মৃত আব্দুর রউফের বড় ছেলে। উপজেলার মিয়ার হাটে তার দু'টি গার্মেন্টেসের দোকান রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দিয়ে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে।


হোটেলের ম্যানেজার জুয়েল বলেন, গত ২২ মে বিকেলে তার হোটেলে ওঠে দুইজনের থাকার কথা বলে তিনি একটি ডাবল রুমের বেড ভাড়া নেন। হোটেলে প্রতিদিন সন্ধ্যার পরে ভাড়া নিতেন ম্যানেজার জুয়েল। ২৩ মে সন্ধ্যার পরে তিনি রুমের ভাড়ার জন্য দরজায় নক করেন। এসময় ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে চলে যান। (শুক্রবার) সকালে পুনরায় রুমে গিয়ে দরজায় নক করলে তখনো তিনি কোন সাড়া দিচ্ছিলেন না। এসময় স্বজোড়ে দরজা ধাক্কা দিলে একটু ফাঁকা হয়ে যায়। তখন বাহির থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।


দোকানের কর্মচারী ও পরিবার সূত্রে জানা গেছে, ইদ্রিস মিয়া গত ২২ মে রাতে দোকান থেকে বিদায় নিয়ে বের হয়েছেন। পরে গত ২৩ মে রাতে তারা ইদ্রিসের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোন বন্ধ পেয়েছেন।


ইদ্রিসের স্ত্রী মাহমুদা জানান, গত ২২ মে সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তারপর দুইদিন পর্যন্ত রাতে বাসায় আসেনি। ২৪ মে সকালে জানতে পারি থানা সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।


নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ, এম শাহীন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com