
নরসিংদীতে এক পাওয়ারলুম মালিককে হত্যার দায়ে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া একজনকে তিন বছর কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মেয়েকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে সদর উপজেলার নজরপুরের ছগরিয়াপাড়ার পাওয়ারলুম মালিক মনসুর আলীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় একই এলাকার আলামিনের। এরপর থেকেই মনসুর আলীকে হত্যাচেষ্টা চালায় আলামিনসহ একটি চক্র।
এরই প্রেক্ষিতে ২০০৯ সালের ৭ এপ্রিল নরসিংদী পৌরসভার সামনে থেকে অপহরণ করা হয় মনসুর আলীকে। পরবর্তীতে তাকে ছগরিয়া পাড়াস্থ উদিংদিয়া এলাকায় নদীর পাশে হত্যা করে লাশ ফেলে যায় অভিযুক্তরা।
বিবার্তা/কামাল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]