
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা- এনএসআই'র এক ভুয়া অতিরিক্ত পরিচালককে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। বুধবার (২২ মে) দুপুরে ফেনী জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম সাইফুল করিম রাজ (৪৫)।
জানা গেছে, ধৃত প্রতারকের কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। ওই পরিচয়পত্রে তার নাম লেখা হয় সাইফুল ইসলাম রাজ। এতে পদবি লেখা ছিল 'অতিরিক্ত পরিচালক'। নামের পাশেই লিখা ছিল 'মেজর'।সে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]