
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষিজমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
২২ মে, বুধবার দুপুরে উপজেলার শান্তিনগর (বাঘাহুতা) এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে উপজেলার শান্তিনগর (বাঘাহুতা) এলাকায় কৃষিজমিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। কৃষিজমির মাঝে শোয়া ছিল মৃতদেহটি। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার শরীরেও আঘাতের কোনো চিহ্ন নেই। তার আনুমানিক বয়স ৬৫।
তিনি আরও বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]