
বগুড়া সদরের এরুলিয়া এলাকার কাফেলা কোল্ড স্টোরেজে মজুদ রাখা ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম বাজারে বিক্রির নির্দেশ দিয়েছে আদালত।
২২ মে, বুধবার দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান। এসময় মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জানা যায়, কাফেলা কোল্ড স্টোরেজে আলুর পাশাপাশি ফল ও ডিম সংরক্ষণের অনুমোদন রয়েছে। কিন্তু বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য সেখানে গত একমাস ধরে লাখ লাখ ডিম মজুতের অভিযোগ উঠে। খবর পেয়ে বুধবার দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে মজতু রাখা ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম আজ বৃহস্পতিবারে মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেয় আদালত।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য ডিম মজুত করা হয়েছিল। মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কাফেলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, সবজি ও ফলের সাথে ডিম সংরক্ষণের অনুমোদন থাকার পরও জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বগুড়া সদরের নুনগোলায় সাথী কোল্ড স্টোরেজে এক লাখ ও কাহালু উপজেলার আফরিন কোল্ড স্টোরেজ থেকে অবৈধভাবে মজুদ প্রায় পাঁচ লাখ ডিম বাজারে সরবরাহের নির্দেশ দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]