রায়পুরে মামুন, রামগঞ্জে ইমতিয়াজ বিজয়ী
প্রকাশ : ২২ মে ২০২৪, ১০:৩৮
রায়পুরে মামুন, রামগঞ্জে ইমতিয়াজ বিজয়ী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে লক্ষ্মীপুর রায়পুরে চেয়ারম্যান পদে মামুনুর রশিদ এবং রামগঞ্জে ইমতিয়াজ আরাফাত বিজয়ী হয়েছেন।


মঙ্গলবার (২১ মে) রাতে রায়পর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ও রামগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. শারমিন ইসলাম ফলাফল প্রকাশ করে তাদেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।


রায়পুর উপজেলার পরিষদ নির্বাচনে মামুনুর রশিদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮০৮ ভোট। বিজয়ী মামুনুর রশিদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দ্বিতীয় বারে চেয়ারম্যান হয়েছেন তিনি।


রায়পুর উপজেলার ৭৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৬৮ জন। নির্বাচনে ভোট পড়ছে ২৯ দশমিক ৪৩ শতাংশ।


জেলার রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ইমতিয়াজ আরাফাত আনারস প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৭৫৪ ভোট।


এ উপজেলাতে ১০২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬২৮ জন। মোট ভোট পড়েছে ২৯ দশমিক ৫১ শতাংশ।


বিবার্তা/ সুমন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com