লামায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৯:৩৮
লামায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লামায় ট্রাক উল্টে মো. জাহাঙ্গীর (২২) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।


বুধবার (২২ মে) সকাল সোয়া ৭টায় ফাইতং ইউনিয়নে বদর টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনসার্জ (এসআই) মো. মফিজ উদ্দিন।


তিনি জানান, সকালে হারবাং এলাকা থেকে গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজে ১৫-২০ জন শ্রমিক নিয়ে ট্রাকটি যাচ্ছিল। ফাইতং ইউনিয়নের শেষ সীমানায় বদরটিলা নামক জায়গায় পাহাড়ে উঠতে গিয়ে ট্রাকটি পিছনে এসে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে মো. জাহাঙ্গীর নিহত হন। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের চকরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।


লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ফাইতং থেকে গাজালিয়ায় ট্রাকে করে কাজে যাওয়ার সময় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com