
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলে আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
২০ মে, সোমবার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (পুলিশ পরিদর্শক) মাহবুবুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়ার মাতামুহুরী ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার ছিদ্দিক আহমদ মিস্ত্রির ছেলে আবদুল্লাহ (২০) ও একই এলাকার মো. জিয়াউদ্দিনের ছেলে মো. মোস্তফা (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চকরিয়া থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু বাজারে যাচ্ছিলেন। চকরিয়ার মাতামুহুরী ব্রিজের ওপর পৌঁছালে ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে ট্রাকটি পালিয়ে যায়।
ওসি মাহবুবুল হক ভূঁইয়া বলেন, রাতে দ্রুতগতির ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত হন। প্রথমে ট্রাকটিকে চিহ্নিত করতে পারিনি। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আজ সোমবার দুপুরে ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]