
টেকনাফ শাহপরীর দ্বীপে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। আটককৃত হলেন- মো. রফিক (১৪), আবু তাহের (২০), মো. ইব্রাহিম (২৬) ও মো. ফারহান (২৪)
১৮ মে, শনিবার দুপুরে টেকনাফ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি অভিযানিক দল শনিবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ গোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ইঞ্জিন চালিত একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহ হলে বোটটিকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেরে বোট চালকরা দ্রুত মায়ানমার জলসীমার দিকে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে এবং বোটটি জব্দ করতে সক্ষম হয়।
এসময় বোটটি তল্লাশি করে বোটে থাকা ৩০হাজার পিচ ইয়াবা, ২ টি মোবাইল ফোন জব্দ এবং ৪ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।
আটককৃত ৪ জনই টেকনাফ নোয়াখালী গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
জব্দকৃত ইয়াবা, বোট এবং আটককৃত মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে জানায় ওই কর্মকর্তা।
বিবার্তা/পুণ্য বর্ধন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]