
ঢাকার সাভারে স্বামী নাইট ডিউটিতে থাকার সুযোগে ঘরে ঢুকে এক পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত সুমন (৩৫) নামে এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ মে) রাতে সাভারের মজিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার সুমন সাভারের মজিদপুর জমিদারবাড়ি সংলগ্ন নাইমের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
ভুক্তভোগী পোশাক শ্রমিকের মা বলেন, ওই বাড়িতে আমার মেয়ে, মেয়ের স্বামীসহ আমরা পুরো পরিবার প্রায় দুই মাস ধরে এখানে ভাড়া থাকি। অভিযুক্ত সুমন আমাদের পাশেই ভাড়া থাকতো এবং রুমের ভেতর মাদক সেবন করতো। আমার মেয়ে তাকে বাসায় মাদক সেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে মেয়ের জামাই নাইট ডিউটে থাকার সুযোগে কৌশলে রুমে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে আমরা থানায় মামলা করলে পুলিশ এসে সুমনকে গ্রেফতার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ধর্ষণের ঘটনায় সুমন নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এবং ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]