
রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকায় ব্যায়াম করার সময় বাড়ির বাউন্ডারি দেয়াল ভেঙে পরে দাউদ সরকার (৪৫) নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন।
১০ মে, শুক্রবার বিকেল ৫টার দিকে খিলগাঁও ত্রিমোহনী কবরস্থান রোডে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহতের ভাগনি সাদিয়া আক্তার জানান, তার মামার কিডনিতে পাথর ছিল। চিকিৎসক বলেছিলেন, ওষুধ সেবনের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে। সেজন্য নিয়মিত ব্যায়াম করতেন তিনি। বিকেলে বাড়ির বাউন্ডারি দেয়ালে হাত দিয়ে ব্যায়াম করছিলেন। তখন হঠাৎ দেয়াল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
দাউদ সরকারের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার চর দিগুলিয়া গ্রামে। খিলগাঁওয়ে ত্রিমোহনী কবরস্থান রোডে স্ত্রী রিমা আক্তার ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। ওই এলাকাতেই একটি মুদি দোকান রয়েছে তার।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ত্রিমোহনীর ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]