
ঝালকাঠিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৌতম মজুমদার (৩৭) নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব-৮।
৯ মে, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৮-এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম।
এর আগে, বুধবার (৮ মে) রাত ৭টার দিকে পিরোজপুর জেলার লখকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গৌতম মজুমদার ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন এলাকার গৌরাঙ্গ মজুমদারের ছেলে। তিনি হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তনের সহকারী শিক্ষক।
র্যাব-৮ জানা যায়, শিক্ষক গৌতম মজুমদার স্কুলছাত্রীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে নিজ বাড়িতে ডেকে নিয়ে গত ৩ মে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব-৮ অভিযান চালিয়ে শিক্ষক গৌতম মজুমদারকে গ্রেফতার করে। তাকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]