
সাভারের আশুলিয়ায় প্রায় দশ কোটি টাকা মূল্যের সরকারি ৩০ শতাংশ জমি দখল মুক্ত করা হয়েছে।
৯ মে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে প্রভাবশালীদের দখলে থাকা ৩০ শতাংশ জমি দখল মুক্ত করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া মৌজায় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস প্রায় ৩০ শতাংশ জমি দখল করে রাখছিলেন। পরে আজ ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে তিনি ওই জমি দখল মুক্ত করেন। পরে সেখানে সরকারি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। আশুলিয়ায় সকল দখল হয়ে যাওয়া সরকারি সম্পত্তি দখল মুক্ত করা হবে বলেও বলেন তিনি।
এসময় আশুলিয়া রাজস্ব অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]