
গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ব্রি হাইব্রিড ধান-৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
৯ মে, বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ মাঠ দিবসের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাস, কৃষক নাজমুল মোল্লা, রমজান সরদার, জাহাঙ্গীর গাজী, আরিফ গাজী, মিজান মোল্লা প্রমুখ।
মাঠ দিবস থেকে জানানো হয় নতুন এ জাতের ধান হেক্টরে ১০.৫০ টন ফলন দিয়েছে।
মাঠ দিবস অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলার শতাধিক কৃষক ও কৃষানি অংশ নেন।
বিবার্তা/শান্ত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]