
সুনামগঞ্জের ধর্মপাশায় নিরাপদ প্রসবের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
২৫ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এপি’র মা ও শিশুস্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি’র প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, জোবায়ের পাশা হিমু, গোলাম ফরিদ খোকা, শিশু স্বাস্থ্য সেবা প্রকল্প কর্মকর্তা সুব্রত চাকমা প্রমুখ।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জয়শ্রী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রসহ ৮টি কমিউনিটি ক্লিনিকে প্রসবের জন্য নিরাপদ ও জীবাণুমুক্ত উপকরণ (সেফটি কীট) বিতরণ করা হয়।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]