
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সার্বিক দিক নির্দেশনায় এএসআই (নিরস্ত্র) মো. এরশাদ মিয়াসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চট্রগ্রামের পতেঙ্গা উপজেলার মহাজনঘাট থেকে জিআর ২৩৫/১৭ (হাটহাজারী) দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জুম্মন মিয়াকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুম্মন মিয়া চট্রগ্রামের হাটহাজারী উপজেলার কলেজ রোডের আবদুল মজুমদারের ছেলে। বর্তমানে সে শ্রীমঙ্গল উপজেলার উত্তর সাইটুলা গ্রামে থাকতো।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/কাউছার/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]