
ময়মনসিংহের ভালুকা উপজেলা মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী এক জনসভায় বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহাম্মেদকে নিয়ে কটুক্তি করে বক্তব্য রাখেন, এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের পাশে ভালুকা-গফরগাঁও সড়কে ঘণ্টাব্যাপী ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা সন্তান সাবেক সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া, ভাইস চেয়ারম্যান মো. আমিনূল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জুয়েল মিয়া, মহাসচিব মো. শফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শের আলী, উপজেলা মহিলা লীগের সভাপতি মিলি আক্তার, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা আফরোজ শেফালী, পৌর কাউন্সিলর হুমায়ুন মুন্সী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভালুকা উপজেলা কমান্ডের সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মনির।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বিবার্তা/সাজ্জাদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]