
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বিক্রেতা বিহীন সততা স্টোর পরিচালনা সংক্রান্ত নীতিমালা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ জেলা কার্যালয়ের বাস্তবায়নে ও গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শাকিল আহমেদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর সাকুর, অ্যাকাডেমিক সুপার ভাইজার কমল রায়, ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লীমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আন্জুমানারা বেগম।
আরো উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক মো শাহজান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক নূপুর রানী ভট্টাচার্য্য, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা আক্তার খাতুন, সহকারী শিক্ষক আবুল কালাম, সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান আকন্দ,সদস্য কবি নুরুল আবেদীন প্রমুখ।
বিবার্তা/হুমায়ুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]